সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেশবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৭:৩০ PM
কেশবপুরে পিতার সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বুড়িহাটি গ্রামে। 

জিম খাতুন ওই গ্রামের সোহাগ হোসেন সরদারের মেয়ে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িহাটি গ্রামের সোহাগ হোসেন সরদার তার মেয়ে জিম খাতুনকে সাথে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। ওইসময় অসাবধানতাবশত পুকুরের ঘাট থেকে পা পিছলে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। 

টের পেয়ে তাৎক্ষণিকভাবে পিতাসহ স্থানীয় লোকজন শিশুটিকে পুকুরের পানিতে খুজতে থাকে। কিছুক্ষণ পর পানি থেকে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুকুরের পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর বলেন, পুকুরের পানিতে ডুবে যাওয়া ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত