বিভিন্ন অভিযোগে নাটোরের সিংড়ার জননী ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে বিভাগ সিলগালা এবং ঐ প্রতিষ্ঠান কে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা অভিযান চালায়। এসময় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আলমাস উপস্থিত ছিলেন।
জানা যায়, জননী ডায়াগনস্টিক সরকারি নিয়মনীতি না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। মুলত ২০২১ সালের জুন মাসে লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন করা হয়নি।
ডকুমেন্ট অনুযায়ী নিয়োগ প্রাপ্ত চিকিৎসক না থাকা, এক্স রে অনুমোদন না থাকা, এক্স রে করার জন্য যিনি আছেন তার কোনো কাগজ পত্র না থাকায় এবং বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।