শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নিহত এমাদুলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০০ PM আপডেট: ০১.০৯.২০২৪ ৩:০৪ PM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এমাদুলের পরিবারকে ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । 

গতকাল রবিবার উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন উপজেলার ধাওয়া গ্রামে নিহত এমদাদুলের বাবা মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এবং ভবিষ্যতে এই পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পরে বিএনপি'র নেতৃবৃন্দ এমাদুলের কবর জিয়ারত করেন। এমাদুল ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।
পরে পরে বিএনপি’র আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন উপজেলার ধাওয়া ইউনিয়ন  বিএনপি’র কার্যালয়ের উদ্বোধন করেন।

আলোচনা শেষে নিহত শহীদদের  রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ দেশে ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আকন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত