ভূঞাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা ইসলামী আন্দোলন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন শাখার উদ্যোগে গোবিন্দাসী টি মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গোবিন্দাসী ইউনিয়ন শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফেজ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আখিনুর মিয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আসাদুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মনোয়ার হুসাইন, সহ-সভাপতি ফজলে রাব্বী ভূঞাপুরী, ইসলামী আন্দোলন ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মামুন আজাদী, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রশিদ ভূঞাপুরী, কুকাদাইর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ বেলাল হোসেন, বাগবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি তৌহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন হাফেজ ছানোয়ার হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি জাহাঙ্গীর হোসেন, মুফতি আবু সাঈদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আয়নাল হক, মোঃ আল মামুন, মুফতি আনিসুর রহমান, মুফতি মনিরুজ্জামান, মুফতি জুনাইদ আহমাদ, মাওলানা মোঃ মনিরুজ্জামান প্রমুখ।