রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ব্যবসার কাজ পেতে সুপারিশ করায় বিএনপির আহবায়ক বহিস্কার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫২ PM
ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রতিষ্ঠিত এলজি-বাটারফ্লাই মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের জুট ব্যবসার কাজ নিজ দলের নেতাকর্মীদের পাইয়ে দিতে সুপারিশ করে দল থেকে বহিস্কার হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু। এনিয়ে স্থানীয় বিএনপির ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে।    

রোববার রাত পৌনে ১টার দিকে কেন্দ্রীয় বিএনপির ফেসবুক পেইজে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিস্কার আদেশ দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

তবে বিএনপির একটি সূত্র জানায়, গত ২৭ আগষ্ট ভালুকা উপজেলার কাঠালী এলাকায় এলজি-বাটারফ্লাই মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর কাজ পাইয়ে দেওয়ার জন্য একটি আবেদনপত্রে সুপারিশ করেছিলেন ফখরুদ্দিন আহমেদ। 

ওই আবেদনে প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন, পরিবহণ এবং ওয়েস্ট ডিজপোজাল কাজ ‘ভালুকা এন্টারপ্রাইজ' কে দেওয়ার জন্য সুপারিশ করা হয়। ফখরুদ্দিন আহমেদ ওই কোম্পানীকে দেওয়া সুপারিশে লিখেছেন- ‘উল্লেখিত (ভালুকা এন্টারপ্রাইজ) প্রতিষ্ঠানের অনুকূলে ব্যবসা পরিচালনার কার্যাদেশ প্রদানের জন্য সুপারিশ করা হইল।’ 

এই বিষয়ে জানতে চাইলে ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন, গত ৫ আগস্টের পর একটি শিল্প প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ে দুইটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন আমার সাথে কথা বললে আমি দুই পক্ষ নিয়ে আলোচনার মাধ্যমে একটি আবেদনপত্রে সুপারিশ করেছি। এ ঘটনায় আমাকে বহিস্কার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এ সংক্রান্ত কোন চিঠি এখনো আমি পাইনি। তাছাড়া এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির কেউ আমার কাছে জানতে চায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত