রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সৈয়দপুরে ভুমিহীনদের মানববন্ধন, ভূমি কর্মকর্তার অপসারণ দাবি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৯ PM
নীলফামারীর সৈয়দপুরে আশ্রয়নের ঘর না পাওয়া ভুমিহীন নারী-পুরুষ মানববন্ধন করেছেন। সোমবার বেলা ১১টার গ্রাম থেকে আসা নারী-পুরুষরা স্থানীয় প্রেসক্লাবের সমানে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানবন্ধনে দাঁড়ানো উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কিসামত কাদিখোলের ভুমিহীন সহির আলী ও একই ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ির ওমেছা বেগম জানান, আমরা ক শ্রেণির দুস্থ, অসহায় ভূমিহীন পরিবার। 

আওয়ামী লীগ সরকারের আমলে আমরা বহুবার আবেদন করেছি কিন্ত আমাদের আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দ দেওয়া হয়নি।  যাদের জমি ও অর্থ রয়েছে তাদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

ভূমিহীন মিজানূর রহমান, তাহেরা বানু ও আলাউদ্দিন জানান, আমরা প্রকৃত ভূমিহীন হওয়া সত্বেও আমাদের ঘর বরাদ্দ দেওয়া হয়নি। 

জমিসহ পাকা বাড়ি এমন ব্যক্তিকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে আশ্রয়নে। ফলে ওইসব ঘর কেউ দখলে রেখেছেন কেউবা ঘরেই থাকেন না। এ অবস্থায় উপজেলা প্রশাসন গত ১১ জুন সৈয়দপুর উপজেলা কে ভূমিহীন হিসাবে ঘোষণা করা হয়েছে। এ জন্য তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের অপসারণ চেয়ে তদন্ত পূর্বক ঘর বরাদ্দের দাবি জানান তারা। 

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, ভূমিহীনদের আবেদন নেওয়ার পর তদন্ত করে ভূমিহীনদের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটি কয়েকদফা তদন্ত করে ঘর বরাদ্দ করেছেন। ফলে কোনো অনিয়মের সুযোগ নেই। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত