শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ভারতে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ৪ সেনা সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:০০ PM আপডেট: ০৬.০৯.২০২৪ ৬:৫০ PM
সিকিম যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৭০০ ফুট গভীর খাদে পড়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। 

সৈন্যদের বহর করা ওই গাড়িটি পশ্চিমবঙ্গের ঝুলুক থেকে সিল্ক রুট ধরে সিকিমের পাকওন জেলায় যাওয়া পথে এ ঘটনা ঘটে।

গাড়িটিতে চারজন আরোহী ছিলেন যাদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর একদিন আগে বুধবার তেলাঙ্গনায় মাওবাদী যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়। পুলিশ জানায়, তেলাঙ্গনার ঘটনায় আরও দুই গ্রেহাউন্ড কমান্ডো সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত