শুক্রবার ভোরে উপজেলার বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা হয়। হতাহতের তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইছ উদ্দিন।
রইছ উদ্দিন বলেন, ‘রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি পিকআপ। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক এটি দেখে ডানদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করছিলেন।
এ সময় পেছন থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৪ যাত্রীর মৃত্যু হয়।’
পুলিশ কর্মকর্তা জানান, তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস এবং মাইক্রোবাস থানায় নিয়ে আসা হয়েছে।