বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
বাগেরহাটে ইজিবাইক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৩ PM
বাগেরহাটের ফকিরহাটে একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় রেখেছে পুলিশ। পিকআপ ভ্যানটিকে জব্দ করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানার এসআই মো. আশরাফুল হক বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফকিরহাটের কাটাখালী থেকে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইকটি। 

বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইকে থাকা নারী যাত্রীসহ তিন জন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুই যাত্রী।

এসআই মো. আশরাফুল হক জানান, আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় রাখা হয়েছে। পিকআপ ভ্যানটি শনাক্তের কাজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত