গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী দ্রæত গতির অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপায় পোশাক শ্রমিক আক্কাস আলী (২৯) নিহত হয়।
সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আক্কাস আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামের আব্দুস ছালামের ছেলে। সে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বেলাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রæপের স্থানীয় নাইস ডেনিম পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতো।
এসআই ইসমাইল হোসেন জানান, আক্কাস আলী মহাসড়ক পার হয়ে মীর সিরামিক কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ টাকা থেকে তুলতে যায়। পরে ফেরার পথে শেরপুরগামী দ্রুত গতির অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। মাথায় মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যুহয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।