সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ডোমারের বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৭ PM
নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়বুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মোস্তফা আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সকাল ১১টায় বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম এডহক কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক ময়বুলকে সাময়িক বরখাস্ত করেন।

অফিস আদেশে জানা যায়,গত ৫ফেব্রæয়ারী-২০১৪ইং সালে ৬লক্ষ টাকা ঘুষ নিয়ে রেজাউল করিম নামে একজনকে গ্রন্থাগারিক পদে ভূয়া নিয়োগ প্রদান করেন প্রধান শিক্ষক।

পরবর্তীতে নিয়োগটি ভূয়া জানতে পেরে রেজাউল করিম নীলফামারী আমলী আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।মামলায় জেল হাজতে প্রেরণ ও বাদীকে উল্লেখিত টাকা ফেরৎ দিয়ে আপোষ মিমাংসা করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। পিটিশন মামলাটি নিষ্পত্তি হলে পরবর্তীতে বিভাগীয় মামলা রুজ্জু হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রধান শিক্ষক ময়বুল ইসলামকে বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক।কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক ময়বুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত