সোনাগাজীতে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বন্যা দূর্গতদের জন্য গর্ভকালীন, প্রসবোত্তর, নবজাতক, শিশু, কিশোর কিশোরী ও পরিবার পরিকল্পনা বিষয়ক বিশেষ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মহেশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কক্ষে বিশেষ ফ্রী মেডিকেল অনুষ্ঠিত হয়।
পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সিরাজ উল্যাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর নবী, সাবেক ইউপি সদস্য জাফর উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক হারাদন চন্দ্র দাস।
এসময় রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন, সোনাপুর ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তানজিনা আফরিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) দুলাল চন্দ্র শর্মা, দিলরুবা আক্তার, চপল কুমার হাওলাদার, ইউনিয়ন পরিবার-পরিকল্পনা পরিদর্শক আবদুল হামিদ, তপন চন্দ্র দাস, মাধুরি নাথ, পরিবার কল্যান সহকারী সাহানা আখতার, পপি রাণী দাস, ঝর্ণা দেবী, প্রমীলা বালা দাস,গরি বালা দাস প্রমূখ।
উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সিরাজ উল্যাহ বলেন, উপজেলা ব্যাপী বিভিন্ন ইউনিয়নে পরিবার-পরিকল্পনা বিভাগের উদ্যোগে ৫টি বিশেষ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে এর মাঝে আজকে ২য় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।