রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে গণভোটে নেতা নির্বাচিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৬ PM
যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪০৭ নেতার মধ্যে ৩৫৮ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। 

গণভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করেন ভোটাররা। এর মধ্যে ২৪টি ভোট বাতিল হয়। ভোটে অনুপস্থিত থাকেন ৪৯ জন নেতা। নির্বাচনে মাহমুদুল হাসান ৩৩৪ ভোট পেয়ে সভাপতি, আব্দুল গফ্ফার সরদার ৩১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও শেখ রুবেল হাসনাত পাশা ৩৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। 

সময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ূন কবির সুমন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, যুবদল নেতা তরিকুল ইসলাম  প্রমুখ।






              

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত