রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
কালিহাতীতে প্রকাশিত খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৩ PM আপডেট: ১৮.০৯.২০২৪ ৬:২৭ PM
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে চৌরঙ্গী রেস্টুরেন্টে লিখিত বক্তব্যের মাধ্যমে এ সংবাদ সম্মেলন করেন, কালিহাতী উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর খালিদ, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান ও এলেঙ্গা পৌর বিএনপির সদস্য হুমায়ুন কবির।

সম্মেলনে তারা বলেন , গত ১৬ সেপ্টেম্বর ও ১৮ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে "কালিহাতীতে বিএনপির কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

উক্ত সংবাদে উল্লেখ করা হয়, গত ১৫ সেপ্টেম্বর বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু ব্যক্তি এলেঙ্গা রিসোর্টে গিয়ে চাঁদা দাবি করলে কর্তৃপক্ষ সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান। সেখানে আটককৃত হিসেবে আমাদের চারজনের নাম উল্লেখ করা হয়েছে। 

প্রকৃত পক্ষে এ ধরণের কোন ঘটনাই ঘটেনি। আমরা কখনো কারো কাছে চাঁদা দাবি করিনি এবং আটকও হইনি। সুতরাং চাঁদা দাবি, আটক হওয়া এবং থানায় মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার বিষয়টি সম্পূর্ন কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত। এই মিথ্যা সংবাদে আমাদের কোন বক্তব্যও নেয়া হয়নি, যা সাংবাদিকতার আইন পরিপন্থী।

তারা আরও বলেন, এ মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে যেমন আমাদেরও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে তেমনি দল হিসেবে বিএনপিরও ভাবমুর্তি চরমভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। একই সাথে এ মিথ্যা সংবাদে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে জড়িত করা হয়েছে যা খুবই দুঃখজনক। কারণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

একই সাথে সাংবাদিক বন্ধুদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত