দীর্ঘ ১৭ বছর পর বরগুনার তালতলীতে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সাঃ) আলোচনা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার মডেল মসজিদে এ কর্মী সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
তালতলী উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মাও. মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ মুহিবুল্লাহ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজালুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আল-মামুন, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শাহ জালাল পিয়াদা প্রমুখ।
এছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী-বাকশালীরা আমাদের প্রথমসারির সকল নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দিয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি।
এসময় বক্তারা ফ্যাসিস্ট সরকার পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যার বিচার দাবি করেন।