সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
রায়পুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৫ PM
বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি এবং রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে রায়পুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয় করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রায়পুর প্রেসক্লাবে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ (রায়পুর ও আংশিক সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেস্টা আবুল খায়ের ভূঁইয়া। 

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমি জানি আপনারা বিভিন্ন প্রতিকুল পরিবেশের মধ্যে দিয়ে সংবাদ পরিবেশন করেন,তবে আমরা আশা করবো আপনারা আপনাদের লেখনীর মধ্যে একপেশে মনোভাব না রেখে সঠিক এবং বস্তনিষ্ঠ সংবাদ তৈরির মধ্যে দিয়ে নিজেদের পেশাদারিত্ব বজায় রাখবেন। 

মিথ্যা-বানোয়াট এবং বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন বলেও আমরা আশা করছি। আমরা আপনাদের সকল প্রয়োজনে সাথে রয়েছি এবং সাথে থাকবো। 


প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম মিঠ,যুবদলের সাবেক সভাপতি আলমাসসহ আরও অন্যান্যরা। 

এসময় রায়পুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত