গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে ফাহিম মিয়া (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামে ইয়াসিন মিয়ার ছেলে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় যোগীরছিট কালা মিয়ার পুকুরের এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাহিমের বাবা ইয়াসিন মিয়া জানান, ফাহিম সকালে বাড়ি থেকে বের হয়। পরে সহপাঠীদের নিয়ে পাশের কালা মিয়ার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে খবর পেয়ে তার স্বজনেরা পুকুর থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে। সে যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, আমরা যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় শিশুর স্বজনেরা মরদেহ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় সুরতহাল করার পর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।