সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কক্সবাজারে আলোচিত সেই টুলো এখনও অধরা
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৫ PM
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত তোফাইল আহমদ টুলো এখনও প্রশাসনের নজর এড়িয়ে এলাকাজুড়ে অপরাধ চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে রয়েছে অবৈধ অস্ত্র, জবর দখল, হত্যা প্রচেষ্টা, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, নারী নির্যাতনসহ নানা অপরাধের অভিযোগ। অবৈধ অস্ত্র নিয়ে টুলোর ছবি সম্প্রতি ভাইরাল হলেও প্রশাসন তার অস্ত্র উদ্ধারে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এতে দিন দিন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। টুলোর অপকর্মের কাহিনী উঠে এসেছে স্থানীয়দের মাধ্যমে।

প্রবালের হাতে আসা প্রমাণপত্র বলছে,  তার  প্রভাবশালী চক্র সরকারি বনভূমি দখল করে বিক্রি করেছে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয়দেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করে। ভুক্তভোগী কয়েকজন  স্থানীয়রা জানান, শুধু স্থানীয়দের নয়  এমনকি সাংবাদিকরাও টুলোর হুমকির শিকার হয়েছেন। বনভূমি দখল করে টুলো সেখানে পাকা দালান নির্মাণ করলেও বন বিভাগ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।

কালিরছড়ার আরাফা নামের এক নারী জানান, তার উপর নির্মম নির্যাতন করে টুলো। এ নিয়ে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের চাপে ভুক্তভোগী মামলা করতে পারেননি বলে জানায়। পরবর্তীতে নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী ঘটনাস্থলে গিয়ে টুলোর বিরুদ্ধে এলাকাবাসীর সাক্ষ্য সংগ্রহ করেন এবং তাকে কড়া সতর্কবার্তা দেন। তবে, টুলো তার অপরাধ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানায় ওই নারী।

অস্ত্র তৈরির কারখানার সাথে টুলোর জড়িত থাকার প্রমাণও মিলেছে। ‘বন্দুক কালু’ নামে পরিচিত এক অস্ত্র কারিগরের সঙ্গে টুলো সরাসরি কাজ করত বলে জানা যায়। ভাইরাল হওয়া ছবি থেকে ধারণা করা হচ্ছে, টুলোর নিয়ন্ত্রণে থাকা অবৈধ অস্ত্রের কারখানাটি গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত।

আত্মগোপনে থাকার পর স্থানীয় আওয়ামী লীগ নেতার সহযোগিতায় টুলো পুনরায় এলাকায় ফিরে আসে বলে জানান কয়েক ভুক্তভোগী।  প্রশাসনের সাথে অর্থের বিনিময়ে সমঝোতা করে এলাকাবাসীর মনে আরও ভয় বাড়িয়ে তোলে। কারাগার থেকে মুক্তির পর টুলো পুনরায় তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় জনগণের সম্পত্তি জোর করে দখল করছে।

এলাকাবাসী টুলোর অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা দাবি তুলেছেন, টুলোকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তার অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক। এলাকাবাসীর দাবি টুলোর অপরাধমূলক কার্যক্রমের অবসান ঘটাতে হবে এবং তাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত