মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
তামিলনাড়ুতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৪ AM
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে। 

গত মঙ্গলবার তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায়, ছয়জন বাংলাদেশিও রয়েছেন। ওই বাংলাদেশিদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশির নামও প্রকাশ করেছে পুলিশ। তাঁরা হলে— তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তাঁরা সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশের ভাষ্যমতে, ওই ছয় বাংলাদেশিকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। 

পরে তাঁরা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত