রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বাড়ির সেফটি ট্যাংকে পাওয়া গেল গৃহবধূর লাশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৪ PM আপডেট: ২৫.০৯.২০২৪ ৩:০৬ PM
যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় সেপটি ট্যাঙ্ক থেকে সবিতা রাণী দে (৫৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশীর শৌচাগারের সেফটি ট্যাংকের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। 

গত সোমবার সকালে বাড়ির পাশের বাঁশবাগানে গরুর খাদ্য সংগ্রহ করতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত সবিতা রাণী দে ভাটপাড়া গ্রামের মিলন কুমার দে’র স্ত্রী। মিলন পেশায় চা বিক্রেতা। এ ছাড়া তিনি সিঙ্গাড়া ও পুরি ভেজে বিক্রি করেন। উপজেলার ভাটপাড়া বাজারে তাঁর একটি চা এবং সিঙ্গাড়া ও পুরি বিক্রির দোকান আছে। 

মিলন কুমার দের ভাগ্নে তাপস কুমার দে জানান, মামী সবিতা রাণী দে এবং মামা মিলন কুমার দে’র দুই মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গেছে। মামা ও মামী দুজনে বাড়িতে থাকতেন। তাঁদের দুটি গরু আছে। 

গতকাল সোমবার সকালে তাঁরা দুজনে বাড়িতে সকালের নাস্তা খান। দুপুরের খাবার নিয়ে মামা দোকানে চলে যাওয়ার পর সকাল নয়টার দিকে মামী ঘরে তালা দিয়ে একটি ঝুড়ি নিয়ে গরু দুটির খাদ্য বাঁশের পাতা সংগ্রহ করতে পাশের বাঁশবাগানে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। দুপুরে কয়েকবার ফোন করে মামীকে না পেয়ে মামা পাশের বাড়ির এক গৃহবধূকে বিষয়টি জানান। তিনি বাড়িতে যেয়ে ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। ওই নারী প্রতিবেশীদের বিষয়টি জানালে তাঁর খোঁজ শুরু হয়। 

এলাকার লোকজন বাঁশবাগানে যেয়ে তাঁর মাথার খোঁপা এবং কয়েকটি বাঁশের পাতা পড়ে থাকতে দেখতে পান। গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল থেকে পুনরায় তাঁকে খোঁজ শুরু হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে বাঁশবাগানের এক পাশে নিয়ামুল ইসলামের শৌচাগারের সেফটি ট্যাংকের ঢাকনা কিছুটা উঁচু দেখতে পাওয়া যায়। 

এলাকার কয়েকজন সেফটি ট্যাংকের ঢাকনা উঁচু করতেই একটি হাত বেরিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া দেওয়া হয়। উপজেলার ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ যেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেফটি ট্যাংক থেকে মামীর লাশ উদ্ধার করে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ভাটপাড়া গ্রামের একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে গৃহবধূ সবিতা রাণী দে’র লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত