দীর্ঘ ১৭ বছর পর বরিশালের গৌরনদীতে প্রকাশ্যে কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বাসষ্ট্যান্ডস্থ একটি রেস্তরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করে সংগঠনটি।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ রুহুল আমীন।