মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কেউ উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৭ PM
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা যেকোনো অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে লাইভে এসে এমন নির্দেশনা দেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে অনেক মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এমনও হয়েছে সরকারে আসার আগে বহু অনুষ্ঠানে গেছি, অনেকে ছবি তুলেছে। এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে জানতে পেরেছি। এমনকি কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন।

এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা এমন কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদের পুলিশের ধরিয়ে দেবেন। 

কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি কোনোরকম চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। আর মামলার কপি আমার ফেসবুকে (ভেরিফায়েড ফ্যান পেজে) পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

লাইভে এসে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমি বা অন্তর্বর্তী সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজে প্রশ্রয় দেবে না। এমন কাজ যারা করছেন বা করার চেষ্টা করছেন, তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি- বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না। 

আমাদের কারও নাম ব্যবহার করবেন না। আমাদের নামে কোনোরকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনোরকম হুমকি দেয়া, এসব থেকে বিরত থাকবেন।

এমন কিছু জানতে পারলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এই উপদেষ্টা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত