রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নান্দাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৫৪ PM
ময়মনসিংহের নান্দাইলে বাসের সাথে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার দশালিয়া এলাকার নবী নেওয়াজের ছেলে অটোরিকশা চালক ফিরুজ আলী (৫৮) ও সুতারাটিয়া এলাকার আমজাত আলীর ছেলে বাদল মিয়া (৩৫)।

বুধবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্ডিপাশা ইউনিয়নের ডাংরি নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুধবার দুপুরের দিকে শ্যামল ছায়া নামের একটি বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ দিকে যাচ্ছিল। 

পথিমধ্যে চন্ডিপাশা ইউনিয়নের ডাংরি নামক এলাকায় আসতেই বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাদল মিয়া মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালক ফিরুজ মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতারে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত