মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ঝিনাইগাতীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:৫৩ PM
শেরপুরের ঝিনাইগাতীতে মোস্তফা (৪৫) নামে এক কৃষককে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত মোস্তফা ভারুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং ৩ সন্তানের জনক। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে নিহত মোস্তফার স্ত্রী আরমিনা এবং স্ত্রীর ভাই মোজাহার এর মধ্যে কলহ হয়। এর‌ই জের ধরে মোস্তফার স্ত্রী আরমিনা সন্তানদের নিয়ে বুধবার বিকেলে তার বাপের বাড়ি শেরপুর সদর উপজেলার কামারেরচরে চলে যায়। এদিকে বৃহস্পতিবার সকালে মোস্তফার মরদেহ তার নিজ বসতঘরের ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত