রাজধানীর প্রায় সব বাজারে সরবরাহ সংকটের অজুহাতে ডিমের দাম বাড়তি। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা বেশি। এ হিসেবে একটি ডিমের দাম পড়ছে ১৪ টাকারও বেশি।
ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও বাড়তি। প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। আর সোনালি মুরগির কেজি রাখা হচ্ছে ২৭০ টাকা।
বাজারে সব ধরনের সবজির দামও ব্যাপক চড়া বলছেন ক্রেতারা। বেশির ভাগ সবজির দাম চাওয়া হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ১০০ টাকা। এছাড়া কাঁচা মরিচের দামও বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।
বাড়তি দামের জন্য বন্যা ও বৃষ্টিকে দায়ী করছেন বিক্রেতারা। তবে আলু ও পেঁয়াজের দাম গত সপ্তাহের মতই অপরিবর্তিত আছে। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের।