স্বাস্থ্য সুরক্ষার পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি, আলোচনাসভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আযোজনে এবং ইপিআরসির সহযোগিতায় একটি র্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে হাত ধোয়া প্রদর্শনীতে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত,জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো:আকির খান, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম পান্না, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।