সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১:৪১ PM আপডেট: ২১.১০.২০২৪ ২:১৮ PM
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২১ অক্টোবর) ভোররাতে ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্যাম্প-১৭ এক্স ব্লকের বাসিন্দা আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুর্বৃত্ত প্রবেশ করে ওই ব্লকে অস্থায়ীভাবে বসবাসরত আহমদ হোসেন ও তার পরিবারের ওপর গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত আসমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সবার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। তবে কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সেই কারণ এখনও জানতে পারিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত