সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
পটুয়াখালীতে ২১ হিন্দু পরিবারের জমিতে ভূমিদস্যুদের থাবা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫:০২ PM
পটুয়াখালীতে ২১ হিন্দু পরিবারের রেকর্ডিয় জমি দখল শুরু করে খুন-জখমসহ দেশ থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক দুই নেতা নাসির ও বেল্লাল খা এর বিরুদ্ধে। 

হিন্দু পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে গত সোমবার সকালে জমিতে ঘর উত্তোলন করতে গেলে লাঠিসোটা নিয়ে বাঁধা দেয়া হয়। যদিও বিষয়টি অস্বীকার করেন নাসির ও বেল্লাল। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা পটুয়াখালী খানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগীদের একজন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী জানান,  বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালী ব্রীজের টোলপ্লাজার পূর্বপাশে টাউন কালিকাপুর এলাকার এস.এ ৯৩১ নং খতিয়ানের ২৬৭০ দাগে ১ একর ২১ শতাংশ ও ২৬৬৯ দাগে ২৯ শতাংশসহ মোট দেড় একর জমি কবলা দলিলমূলে ক্রয় করেন তিনিসহ শহরের চরপাড়া এলাকার ২১হিন্দু পরিবার। ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে ওই জমি ক্রয় করে যাবতীয় কাগজপত্র সম্পন্ন করে সেখানে বালু দিয়ে ভরাট করে বাড়ি নির্মানের উপযোগী করেন।

জমি ক্রেতারা জানান, ওই জমিতে বালু দিয়ে ভরাট করার পর জমির মূল্য প্রায় ৮ কোটি  টাকার মত হয়ে যায়। পরে তারা বাড়ি নির্মানের উপযোগী করেন। কিন্তু সোমবার সকালে ওই জমিতে জমির মালিকরা ঘর নির্মান করতে গেলে ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু বেল্লাল খান , মনিরুজ্জামান নাসির ও জামাল বিশ্বাসসহ একদল সন্ত্রাসী নিয়ে তাদের কাজে বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আরেক মালিক খোকন দে জানান, এর আগেও এসব ভূমিদস্যুরা তাদের বাধাঁ দিয়েছে। ওই জমিতে ঘর তোলার পরিকল্পনা করতে ৯ অক্টোবর আমরা সেখানে গেলে তারা আমাদের নানাভাবে হুমকি-ভয়ভীতি প্রদর্শণ করে। পরে আমরা ভুক্তভোগী হিন্দু পরিবারের সদস্যরা পটুয়াখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এছাড়াও আমরা ২১ পরিবারের সদস্যরা ২০ অক্টোবর দুপুরে পুলিশ সুপারের কাছেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছি এবং এর প্রতিকার দাবি করেছি।  

গতকাল সোমবার সকালে আমরা ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে ভূমিদস্যুরা আমাদের বাঁধা দেয় এবং আমাদেরকে খুন-জখমসহ নানা ধরনের হুমকি দেয়। এমনকি তারা আমাদের দেশ থেকে তাড়িয়ে দেয়ারও হুমকি দেয়।

খোকন দে আরো বলেন, আমরা জমির মালিক কিন্তু আমরা জমির কাছে আসলেই এসব ভূমিদস্যুরা অকথ্য ভাষায় গালাগালসহ নানাভাবে ভয়ভীতি দেখায়। আমরা এর প্রতিকার দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করে বদরপুর ইউপির যুবদলের সাবেক সভাপতি মোঃ বেল্লাল খা জানান, আমার পৈত্রিক সম্পত্তিতে আমি কাউকে ঘর তুলতে দিবনা।

আর হামলার অভিযোগ অস্বীকার করে জেলা যুবদলের সাবেক সদস্য মনিরুজ্জামান নাসির জানান, আওয়ামীলীগের প্রভাবে হিন্দরা এসব করছে। এখানে কেউ কাকে আঘাত করেনি।

এ ব্যাপারে পটুয়াখালী থানার ওসি (তদন্ত) রতনুজ্জামান জানান, উভয়পক্ষকে শান্তিপুর্ণ অবস্থানে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত