"ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া- নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। এরপর দুপুর ১টায় উপজেলা হলরুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মো: জামাল হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা ইঞ্জিনিয়ার ইজাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন, কুন্দারহাট হাইওয়ে পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রউফ। নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম আলম, আনোয়ার হোসেন,নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য তানসেন আলী মন্টু, সুমন কুমার নিতাই, নাজমুস সাহাদত, আজিজার রহমান সবুজ, মো: সিদ্দিক, আব্দুল বারিক, আব্দুল মতিন, আশিক আহমেদ, নবির শেখ, আবু সাইদ খন্দকার, মো: মামুনুর,মো: হাবিল, জীবন কুমার, মো: আলামিন, সোহান ইসলাম, আবু সাইম, মিলন হোসেন, বেলাল হোসেন, শারফুদ্দিন মাহমুদ খান, শিক্ষক আব্দুল বারি, ফিরোজ কবির, খায়রুল ইসলাম, মো: রাসেল, মাহফুজ ইসলাম প্রমুখ।
নন্দীগ্রামে হাট-বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাট-বাজার মনিটরিং করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম হাট-বাজার মনিটরিং করেন। তিনি জানান, হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে হাট-বাজার মনিটরিং ও মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সেসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনুল হক নামে এক মুদির দোকান মালিককে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন থানার এসআই সরোওয়ার হোসেন।