রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
রাঙামাটিতে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৩:৪৮ PM
রাঙামাটিতে জরায়ুর মুখে ক্যানসার প্রতিরোধে জাতীয় এইচপিভি ক্যাম্পেইন উপলক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এতে আরও উপস্থিতি ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন নূয়েন খীসা, পৌর প্রশাসক নাসরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুর মুখে ক্যানসার একটি ভয়ঙ্কর রোগ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকাদানের উদ্যেগ গ্রহণ করেছে। বেসরকারিভাবে এ টিকা গ্রহণ ব্যায় সাপেক্ষ, তাই সরকার দেশের সকল কিশোরীদের মাঝে এ টিকা গ্রহণ ও সুস্থতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।

সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, রাঙামাটির ১০টি উপজেলা ও একটি পৌরসভার ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৯০০ জনকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত