সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
পবিপ্রবিতে চাকুরী পেল আ‌ন্দল‌নে নিহত হৃদয় তরুয়ার বোন
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৩:৪৫ PM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে সহায়তা হিসেবে তার জ্যেষ্ঠ বোন মিতু তরুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) লাইব্রেরি এটেনডেন্ট পদে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার সকালে মিতু তরুয়াকে নিয়োগ পত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের নবাগত ভাইস চ্যান্সেলর ভিসি ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হৃদয় তরুয়ার মাতা অর্চনা রানী, রেজিস্টারের দায়িত্বে নিয়োজিত প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, প্রফেসর মো জামাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো।

উল্লেখ্য, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই বিকেল ৩টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাঁচদিন পর মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে হৃদয় তরুয়ার মৃত্যুঘটে। 

গত ২৯ সেপ্টেম্বর রবিবার পবিপ্রবি'র নবাগত ভিসি ড. কাজী রফিকুল ইসলাম পটুয়াখালী শহরের মুন্সেফ পাড়ায় ভাড়াটিয়া বাসায় হৃদয় চন্দ্র তরুয়া'র শোকাহত পিতা রতন চন্দ্র তরুয়া ও শোকাহত মাতা অর্চনা রানীর হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। 

এ সময় নিহত হৃদয় তরুয়ার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নিহত হৃদয় তরুয়ার একমাত্র বোন মিতু তরুয়াকে প‌বিপ্রবির লাইব্রেরি এটেনডেন্ট পদে নিয়োগ দিলেন  ভিসি ড.কাজী রফিকুল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত