পটুয়াখালী শহরের চরপাড়া নিবাসী ২১ জন সনাতন ধর্মালম্বীদের ক্রয়কৃত রেকর্ডিয় জমিতে ভূমিদস্যু নাসির ও বেল্লাল গং কর্তৃক দখলের প্রতিবাদে ও বিচারের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন।
রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফিন এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বিস্তারিত ঘটনা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন ২১পরিবারের পক্ষে প্রেসক্লাব্রে সাবেক সভাপতি স্বপন ব্যানার্জি, করিম মৃধা কলেজের শিক্ষক স্বপন খাসকেলসহ অন্যান্যরা।
এরআগে শহরের সোনালী ব্যাংক মোড় থেকে মৌন মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় খাসকেলসহ ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, শহরের টোলপ্লাজার পূর্ব পাশে ২৬৭০ নং দাগের ১২১শতাংশ জমি ক্রয় করে ওই ২১ পরিবার খাজনা দিয়ে ঘর নির্মান করে আসছে। কিন্তু ৫ই আগষ্টের পরপরই এলাকার ভূমি দস্যু নাসির ও বেল্লাল খান হিন্দুদের জমি দখল করার উদ্দেশ্যে একটি ছোট ঘর নির্মান করে। এছাড়া হিন্দুরা সেখানে কাজ করতে গেলেই একদল মহিলা লাঠিয়াল বাহিনী হিন্দুদের তাড়িয়ে দেয়। এ ঘটনায় সদর থানায় একাধিক অভিযোগ দেয়ার পরেও অজ্ঞাত কারণে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছেনা।
বিষয়টি গতকাল পটুয়াখারী সেনা ক্যাম্পের মেজর ফয়ষাল এর সাথে দেখা করে বিস্তারিত অভিযোগ দিয়ে আসছে। এরআগে পুলিশ সুপার ও জেলা বিএনপির সদস্য সচিব ¯হাংষু সরকার কুট্টি ও সদর থানা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে অবহিত করা হলে তারাও ব্যর্থ হন ওই সব ভূমি দস্যুদের কাছে।