রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
রামগঞ্জে ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪:৩৮ PM আপডেট: ২৭.১০.২০২৪ ৫:৫৬ PM
লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী সগির আহমেদ রেন্টু (৫২) ও তার স্ত্রী শাহানাজ আক্তার শানুর (৪০) মৃত্যু হয়েছে। 

রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিয়ম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

সগির আহমেদ রেন্টু ওই বাড়ির মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যাটারী চালিত অটোরিকশা চালক। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সগির আহমেদ তার অটোরিকশার ব্যাটারী চার্জ করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে যান তার স্ত্রী শাহানাজ আক্তার শানু। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানায়। 

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিজেদের অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে প্রথমে সগির আহমেদ, পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহানাজ বেগম শানুর মৃত্যু হয়েছে।

এদিকে একই ইউনিয়নের জামালপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে রুমা আক্তার নামে এক নারীর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত