রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
রাষ্ট্রপতির অপসারণের পেছনে ‘ষড়যন্ত্রের গন্ধ’ পাচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৩:৫৩ PM আপডেট: ২৮.১০.২০২৪ ৯:০৩ PM
রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তী সরকার এবং জামায়াতে ইসলামী যেখানে একই সরলরেখায় দাঁড়িয়েছে; সেখানে বিএনপি কেন বেঁকে বসল! এমন প্রশ্ন দেশের মানুষের মনে মনে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার বিষয়টি যে বিএনপিতে এসে আটকে গেছে, তা পুরোপুরি স্পষ্ট। 

সাংবিধানিক ‘শূন্যতা’ তৈরির কথা খোলামেলা বললেও ভেতরে ভেতরে রাজনৈতিক ‘ষড়যন্ত্রের গন্ধ’ পাচ্ছে বিএনপি। আদতে এই শঙ্কা থেকেই রাষ্ট্রপতির পক্ষে দলটির ‘কঠোর’ অবস্থান। এ পরিস্থিতিতে যে কোনো ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপির নীতিনির্ধারক নেতাদের প্রশ্ন, সংবিধানের কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে? কী উদ্দেশ্যে সরানো হবে? এই অপসারণ দেশ ও জনগণের জন্য ইতিবাচক, নাকি নেতিবাচক হবে? রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগের সঙ্গে শুধু কি ছাত্ররা জড়িত, নাকি পর্দার আড়ালে অন্য কেউ খেলছে? 

রাষ্ট্রপতির পদত্যাগ দাবির বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত শনিবারের বৈঠকে দলীয় ফোরামে আলোচনার পর রাষ্ট্রপতি প্রশ্নে তাদের অবস্থান তুলে ধরার কথা বলেছে বিএনপি। যদিও দলটির নেতারা প্রতিদিনই অপসারণের বিপক্ষে নিজেদের মত তুলে ধরেছেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববারও যুবদলের এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি অপসারণে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের ফসলকে ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে যদি সংহত করতে হয়, তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাংবিধানিক প্রক্রিয়ায় সবকিছু করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিএনপির সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের পর বিএনপির অবস্থান কী? এ প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির অবস্থান তো আমরা এভাবে দেব না। আমাদের ফোরাম আছে, সেখানে আলোচনা করে আমাদের অবস্থান পরিষ্কার করব।’

বিএনপির নীতিনির্ধারক কয়েকজন নেতা বলেন, রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে এখন পর্যন্ত যতটুকু আঁচ করতে পেরেছি, তাতে ‘ষড়যন্ত্রের গন্ধ’পাচ্ছি। এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা জড়িত, তা জানার চেষ্টা করছি। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও জানার চেষ্টা চলছে। দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত