মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
টঙ্গীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম ভিডিও ভাইরাল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:২৬ PM
গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম (৪০) এর স্ত্রী পলি বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

গত শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওয়া পুরাতন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনার কয়েকটি সিসি টিভি ক্যামেরা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা। 

ভিডিও গুলোতে দেখা যায়, রামদা,চাপাতি সহ ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন লোক ভুক্তভোগী শফিকুল কে এলোপাতাড়ি কোপাচ্ছে। আর ভুক্তভোগী তাদের আঘাত থেকে বাঁচতে এদিক সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করছে। 

নেটিজেনদের অনেকই ভিডিও শেয়ার দিয়ে লিখছেন এদৃশ্য বাংলা ছবির ভিলেনদের হামলার দৃশ্যের চেয়েও ভয়াবহ। 

অভিযুক্তরা হলেন,বড় দেওড়া পুরাতন মসজিদ এলাকার মৃত নজা এর ছেলে মনতাজ (৬৫),জয়নাল সরকার এর ছেলে জাকির সরকার (৩৭), ৩। মোঃ হালিম (৪২),মোঃ রিপন সরকার (৪৫), ও রিপন সরকার এর ছেলে মোঃ রিফাত (১৮)। 

থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী স্ত্রী জানায়, ভুক্তভোগী শফিকুল ইসলাম পেশায় একজন ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী। অভিযুক্তরা ৫৩ নং ওয়ার্ড বিএনপি'র নেতাকর্মী পরিচয় দিয়ে শফিকুলের কাছে ১০, লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় অভিযুক্তরা গত শুক্রবার তার উপরে ধারালো অস্ত্র সহ হামলা চালায়। এসময় শফিকুল এর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। 

গুরুত্ব আহত অস্থায় শফিকুল কে উদ্ধার করে প্রথম টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। অভিযুক্তরা টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিনের অনুসারী।

ভুক্তভোগী শফিকুল ইসলামের স্ত্রী পলি বলেন,আমার স্বামীকে যে ভাবে তারা কুপিয়েছে তা অবর্ণনীয়। তাদের আক্রমণ এতো টা ভয়ংকর যে এখন আমার স্বামী এঘটনা মনে করলে আঁতকে উঠে। আমির স্বামীর উপর যারা এমন নারকীয় হামলা চালিয়েছে আমি তাদের কঠোর বিচার চাই। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের এর পর এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি থানা পুলিশ। 

এবিষয়ে অভিযুক্ত জাকির সরকার বলেন, তারা দলবল নিয়ে আমার উপর হামলা চালায় পরে আমি কারন জানতে গেলে কিছুটা বিশৃঙ্খলা হয়। এঘটনায় আমরাও থানায় অভিযোগ করেছি। 

এবিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত