মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
খুবিতে স্বাস্থ্যবীমার ক্ষতিপূরণের অর্থের চেক হস্তান্তর করলেন উপাচার্য
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:৩৩ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর জীবনবীমা চুক্তির আওতায় প্রকৌশল বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে কিডনিজনিত অসুস্থতার কারণে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের জন্য বীমা অর্থের ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

আজ ২৮ অক্টোবর (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম তাঁর কার্যালয়ে এ চেক তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের চাকরিক্ষেত্রে স্বাভাবিক মৃত্যুর পাশাপাশি নানা দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানি হলে তার জন্য জীবন বীমার অর্থ প্রাপ্তি বিষয়ে গত ২০২১ সালের ০৮ সেপ্টেম্বর ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফলে কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চাকরিরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করা ছাড়াও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা অঙ্গহানি বা অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তিনি জীবন বীমার আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত