ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৫৫) কারাগারে পাঠিয়েছে আদালত।
গ্রেফতার গোলাম মোস্তফা ফুলবাড়িয়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের লাহিড়ীপাড়ার আজিম উদ্দিনের ছেলে।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার গোলাম মোস্তফাকে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক তানজিনা ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে গোলাম মোস্তফা চরপাড়া এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়। পরে বিস্ফোরক আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
ফুলবাড়িয়া থানা পুলিশ সুত্র জানায়, গত ৪ আগস্ট রাষ্ট্রের জন্য নিরাপত্তা বিপন্ন করে অর্থনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে সরকারী বাস ভবন, থানা ভবন, যানবাহন ভাংচুর করে বে-আইনী জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আক্রমণ করার উদ্দেশ্যে দাঙ্গা সৃষ্টি করে সরকারী কাজে বাধা প্রদান করে ইট-পাটকেল নিক্ষেপ করাসহ সাধারণ ও গুরুত্বর কাটা রক্তাক্ত, হাড়ভাঙ্গা জখম এবং ক্ষতি সাধন করার অপরাধ করে। এতে ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।