বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
শেখ হাসিনার ফাঁসির দাবিতে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭:১১ PM
আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যাকান্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজারে এসব কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিক্ষোভ মিছিল নেতৃত্বে দেন এবং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মিছিল ও সমাবেশে দলের শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

সমাবেশে বিএনপি নেতা বাচ্চু বলেন, গত ১৫ বছর সৈরাচার হাসিনা দেশের জনগণকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতা নিজেদের জীবন বাজি রেখে এবং তাদের সহপাঠিদের জীবনের বিনিময়ে বিজয় এনে দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে নিহত প্রত্যেকটি হত্যার ঘটনায় ফাঁসির মাধ্যমে বিচার দাবী করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপানারা এমন কোন কাজ করবেন না বা জড়িত হবেন না, যেটা সাধারণ জনগন ও দেশের ক্ষতি হয়। বিএনপি সবসময় দেশ ও জনগনের জন্য কাজ করে। বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষনিক মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সুষ্ঠুভাবে সমাধানে কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির আবুল হোসেন প্রধান, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য শামীম মোড়ল, বিএনপি নেতা আতাউর রহমান খোকন সরকার, বিএনপি নেতা শাহানুর সরকার, গাজীপুর জেলা যুদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত মোড়লসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্ধ।

এর আগে বিএনপি নেতা অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরের মাওনা পিয়ার আলী ডিগ্রী কলেজ এবং আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের ছাত্র-শিক্ষকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। তিনি সংশ্লিষ্ট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত