বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
রাজবাড়ীতে আসামির ৭ বছরের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭:১৪ PM
অস্ত্র মামলায় রাজবাড়ীতে আঃ কাদের (৩০) কে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আঃ কাদের মৃত ইয়াছিন মন্ডলের ছেলে।

বুধবার (৬ই নভেম্বর) বিকেলে রাজবাড়ীর স্পেশাল ট্রাইব্যুনাল-০২ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান ১৮৭৮ সালের অস্ত্র আইনের এর ১৯(ভ) ধারায় এ রায় ঘোষনা করেন। রায় ঘোষোনা করার সময় আসামী আদালতে অনুপস্থিত ছিলেন।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি রাজবাড়ী থানাধীন ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকার পশ্চিম পাশে লুৎফর মণ্ডলের দোকানের সামনে থেকে  আঃ কাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পকেট থেকে কালো রঙের  এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ২০১১ সালের ৩ ফেব্রুয়ারী মামলা দায়ের করা হয়। রাজবাড়ী সদর থানার মামলা নং-২০ । বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-২০/২০১১।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আবুবকর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ স্বাক্ষী যুক্তিতর্ক খন্ডনের পর আদালত আজ আসামীকে ৭বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আসামী রায় ঘোষনার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট । 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত