বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
‘আওয়ামী লীগ কর্মী থাকায়’ অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ২:২২ PM আপডেট: ০৯.১১.২০২৪ ৩:০৫ PM
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এফডিসি গেটে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে। চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী। 

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন ও সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী।

বিকাল থেকে সুশৃঙ্খলভাবেই চলছিল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ তার কানে খবর আসে আওয়ামী লীগের কর্মী অনুষ্ঠানে রয়েছে। এটা শোনার সাথে সাথেই মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রিজভী। 

অবশ্য রুহুল কবির রিজভী চলে যাওয়ার পরও আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করেননি। আলোচনা, নাচ, গান সহ নানা বর্ণাঢ্য আয়োজনে সাজানো ছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত