কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে লুট ৬৭ রাউন্ড গোলাবারুদ একটি খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ভোমরিয়া ঘোনা এলাকার একটি খাল থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান।
তিনি বলেন, 'গোলাবারুদ গুলো গত ৫ আগষ্ট থানা থেকে লুট করা হতে পারে। ওই এলাকার একটি খালের পাড় থেকে উদ্ধার করা হয়৷ এসময় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, 'জনগণের সহযোগিতা পেলে অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, ''ঈদগাঁও-ঈদগড় সড়কে অতীতে সংঘটিত ছিনতাই ও ডাকাতি কাজে এসব গোলাবারুদ ব্যবহৃত হয়ে থাকতে পারে। এটি ঈদগাঁও থানা থেকে দুর্বৃত্তরা লুট করে বিভিন্ন অপরাধ করতো বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হবে।