মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
চেকপোস্টে তল্লাশির সময় গাঁজাসহ কলেজছাত্র গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৮:১৬ PM
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া থেকে ৫০ গ্রাম গাঁজা সহ শাহরিয়ার হোসেন সিয়াম (২৪) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মাঝগাঁও আগ্রাণ গ্রামের আবুল হোসেনের ছেলে। 

কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মামুন অর রশিদ জানান- নিয়মিত চেকপোস্ট এ একটি সিএনজি অটোরিকশা'র কাগজপত্র চেক করতে গেলে সন্দেহভাজন যাত্রী শাহরিয়ার হোসেন সিয়ামের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে কাগজে মোড়ানো ৫০ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার কর হয়। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার জানান, আটককৃত ওই যুবক রাজশাহী শহরে একটি ম্যাসে থাকে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছিল। সে মেসে ওই গাঁজা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত