সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
টঙ্গীতে সেফটিট্যাংক বিস্ফোরণে ভাই নিহত, বোন আহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭:১১ PM
গাজীপুরের টঙ্গীতে একটি বাসার সেফটি ট্যাংক বিস্ফোরণে ভাই- বোন গুরুতর দ্বগ্ধ হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেলে নেয়ার পর ভাই হাবিবুল্লাহ (১৯) মারা যায়। আহত বোন জান্নাতি হাবিবা (১৩) চিকিৎসাধীন।

রোববার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে টঙ্গীর উত্তর আউচপাড়ার মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেয়ার পর ভাই মারা যায়। তাদের উভয়ের পিতা রুহুল আমিন শরীয়তপুর জেলার সখিপুর থানার বাহেরচর কদমতলী গ্রামের বাসিন্দা। তারা টঙ্গীতে ভাড়া থাকতেন। নিহতের বাবা রুহুল আমিন হাবিবুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে মোল্লাপাড়া এলাকার অস্ট্রেলিয়া প্রবাসী সঞ্চিতা মতির ৪তলা বাসার নিচ তলায় সেফটি ট্যাংকিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাসার ভাড়াটিয়া রুহুল আমিনের ছেলে হাবিবুল্লাহ ও  মেয়ে জান্নাতি হাবিবা আহত হয়।

প্রতিবেশিরা জানায়, বাসার ফ্লোরের নিচে থাকা সেফটি ট্যাংকি আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে বাসাটির নিচতলার উত্তর-পূর্ব পাশের রুম ও ওয়াশরুম বিধ্বস্ত হয়ে দ্বন্ধ হয় তারা। ঘটনার পর স্থানীয় লোকজন উভয়কে উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুত্বর আহত হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর আহতের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতের পিতা রুহুল আমিন বলেন, গত রাতে হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেলে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আমরা এখন লাশ নিয়ে শরীয়তপুরে গ্রামের বাড়িতে আছি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)  ইস্কান্দার হাবিবুর রহমান সংবাদের সততা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত