সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
টঙ্গীতে ট্রেনের ইঞ্জিনের বিকল, ১ ঘন্টা চলাচল বন্ধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭:১৩ PM
ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনের চাকা থেকে ইঞ্জিনের স্প্রিং খুলে যাওয়ায় রেল ট্রেন বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রায় এক ঘন্টার চেষ্টায় ট্রেনটি টঙ্গী জংশনে ফেরত আনার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে উত্তরার ঘটনায় উদ্ধার কাজ শেষ হওয়ায় বেলা ২টা থেকে ট্রেন চলাচল পুরোপুরি সচল হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, বেলা ১টার দিকে মোহনগঞ্জগামী মহুয়া কম্পিউটার ট্রেনটি টঙ্গী বর্ণমালা রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের স্প্রিং খুলে যাওয়ার কারণে ট্রেনটি বিকল হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ের লোকজন ট্রেনটিকে টঙ্গী জংশনে ফিরিয়ে নেয়। এই কাজের জন্য এক ঘন্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। 

এদিকে আজ ভোর ৬ টায় উত্তরার জয়নাল মার্কেট এলাকায় একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-টঙ্গী রুটে সকাল ৬ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর বনমালায় মহুয়া ট্রেন বিকল হলে  আবার ট্রেন চলাচল বন্ধ হয়। দুটি সমস্যা সমাধান হওয়ায় বেলা ২ টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

টঙ্গী রেলওয়ে জংশনের সহকারী উপপরিদর্শক (এএসআই)  আমিনুল ইসলাম  বলেন, বনমালায় বিকল হওয়া মহুয়া ট্রেন টঙ্গী জংশনে ফেরত এনে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। একই সাথে উত্তরার সমস্যা সমাধান হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল পুরোদমে স্বাভাবিক হলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত