রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
একাধিক মাদক মামলার আসামি ফের গাঁজাসহ গ্রেফতার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৭:৩৯ PM
গাজীপুরের কালীগঞ্জে মো. মোতালেব মোল্লা (৫৬) নামে একাধিক মাদক মামলার এক আসামিকে গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

এর আগে একইদিন ভোরে এসআই ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুরে মাদক মামলায় তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার মোতালেব উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছোট দেওলিয়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। তার ‍বিরুদ্ধ কালীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

ওসি, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট দেওলিয়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। পরে সেই গ্রামের মোতালেবকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাকে নতুন একটি মাদক মামলায় দুপুরের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে কালীগঞ্জ, তেজগাঁও, দক্ষিণখান থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত