মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫
গ্রামপুলিশের নাক ফাটালেন বিএনপি নেতা, অতঃপর...
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১:২৩ PM আপডেট: ৩০.১১.২০২৪ ২:০১ PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১০ নম্বর কামারপাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্যসচিব আব্দুস ছালাম মিয়ার যৌথ স্বাক্ষরে ওই সব পদ স্থগিত-সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কামারপাড়া ইউনিয়নের ওই তিন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।’

এর আগে আগাইবান্ধার সাদুল্লাপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রামপুলিশের সদস্যকে মারধরের অভিযোগ ওঠে। স্থানীয় এক বিএনপি কর্মীর স্ত্রীর জন্মনিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন বলে জানা গেছে। আহত গ্রামপুলিশ আব্দুল গণি মিয়া কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগছী গ্রামের নীল মিয়ার ছেলে।

গণি মিয়া বলেন, স্থানীয় বিএনপি নেতা মানিক মিয়ার স্ত্রী পরিষদে জন্মনিবন্ধন নিতে আসেন। তখন সহকারী সচিব বেলাল মিয়া সেবা দিতে বিলম্ব করেন। পরে সেবা নিতে আসা নারী ফিরে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম সোনাসহ ২৫-৩০ জনের একটি দল এসে সচিবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় আমিসহ অন্যান্য গ্রামপুলিশ পরিস্থিতি থামাতে গেলে পরিষদের সদস্য হারুন মিয়ার ভাই হুমায়ুন মিয়া উত্তেজিত হয়ে আমাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেন।

অভিযুক্ত হুমায়ুন মিয়া কামারপাড়া ইউনিয়নের মধ্যহাটবামুনি গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। তিনি ওই পরিষদের সদস্য হারুন মিয়ার ভাই ও কামারপাড়া ইউনিয়নের একজন বিএনপি কর্মী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত