বিগত বছরগুলোর তুলনায় এবার স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ দুটোই কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩৮ শতাংশে। সেই সাথে জিপিএ-৫ এও সংখ্যাগতভাবে কমেছে।
পাসের হার এবং জিপিএ-৫ কমায় অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করলেও বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, বিগত বছরগুলোর মতো এবারের পরীক্ষায় অসদুপায়ের কোনো সুযোগ ছিল না। ধারণা করা হচ্ছে, এই কড়াকড়ির কারণে পাসের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
এর আগে বৃহস্পতিবার বেলা ২টার দিকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
শিক্ষা বোর্ডের পরিসংখ্যান রিপোর্ট সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ৬ জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। যার মধ্যে পাস করেছেন ৪৬ হাজার ৭৫৮ জন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বরিশাল বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। এবং প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এ এগিয়ে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। ফলে গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
বিগত বছরগুলোর তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ কম আসার বিষয়ে বরিশাল বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিগত সময়ে পরীক্ষা কেন্দ্রে একজনের খাতা দেখে একাধিক পরীক্ষার্থীকে লিখতে দেখা গেছে। এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগও ছিল। কিন্তু এবার এসএসসি পরীক্ষার আয়োজন ছিল পুরোপুরি ব্যতিক্রম এবং সরকারের তরফ থেকেও এ সংক্রান্তে কঠোর বার্তা দেওয়া হয়েছিল।