জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ না দিলে সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতাকে নিয়ে আবারও আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মাগুরায় এনসিপির পদযাত্রা উপলক্ষে শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এখনও জুলাই সনদ নিয়ে তালবাহানা চলছে। এক বছরের মধ্যে জুলাই সনদ দিতে হবে। না দিলে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতাকে নিয়ে আবারও আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, খুনি ও ফ্যাসিস্টদের বিচার, দেশ গঠনে মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান করতে হবে।
এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝিনাইদহ থেকে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সড়ক যোগে মাগুরা শহরের ভায়না মোড়ে পৌঁছান। সেখান থেকে এনসিপির কয়েকশ নেতাকর্মীকে নিয়ে বৃষ্টি উপেক্ষা করে শহরে পদযাত্রা শুরু করেন। ভায়না মোড়, কলেজ রোড, চৌরঙ্গী হয়ে পুরাতন বাজার, ঢাকা রোড ঘুরে পুনরায় ভায়নার মোড়ে পথসভায় মিলিত হন।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। পথসভাকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।