রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
বিমানবাহিনীর ৬ কর্মকর্তাকে অবসর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৭ PM
বাংলাদেশ বিমানবাহিনীর ছয়জন কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ অবসরের প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মুঞ্জুরুল কবির।

অবসর দেওয়া বিমানবাহিনীর কর্মকর্তারা হলেন- এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ, এয়ার কমডোর মো. আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন শামীম উদ্দীন এবং উইং কমান্ডার সাইয়ীদ মোহাম্মদ ওবায়েদুল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এসব কর্মকর্তাকে বিমানবাহিনীর অ্যাক্ট রুলস্ ১৯৫৭ এর রুল ২৪(১) অনুযায়ী অবসর দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসর ও এলপিআর কালীন সুবিধাদি পাবেন।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত