রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
ছাত্রলীগ নেতার মাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৮:০০ PM আপডেট: ০৬.১২.২০২৪ ৮:২০ PM
পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রলীগ নেতার মাকে নামাজরত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নিহত অরিনা বেগম (৪৫) একই এলাকার আবুল কালামের স্ত্রী। রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ঘরে এশার নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। এসময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়ে অরিনা। রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে স্বামী আবুল কালাম দেখেন স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

নিহত অরিনার বেগমের ছেলে ওয়াহেদ জামান অমিত ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি। গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর রাজনৈতিক কারণে তিনি বাসায় থাকতে পারছেন না বলে জানা গেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ঘটনার পরে সংবাদ পেয়ে ওই এলাকায় গিয়েছিলাম। সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সুক্ষ অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় একাধিকবার আঘাত করা হয়েছে। আমরা মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত